• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

শিক্ষা

ক্যান্সার আক্রান্ত সাবেক বিইউপি শিক্ষার্থী ফারহানের জন্য এগিয়ে আসুন

  • ''
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২৪

মোঃ দোলন ঢালী

ঢাকার মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়া এক স্বপ্নময় সাধারণ যুবক ফারহান বিন লিয়াকত। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস(বিইউপি) থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করেন। ছিলো বিইউপি ডিবেট ক্লাবের সভাপতি। পড়াশোনা শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলো ফারহান। গতবছর অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে সংসারও শুরু করে সে। দেশ বিদেশ ঘুরে সহজ জীবন কাটানোর সবটাই যখন প্রস্তুত ঠিক তখনই এবছরের ১৫ জানুয়ারি ফারহান জানতে পারে সে ভুগছে স্টোমাক ক্যান্সারে।

বর্তমানে ভারতের চেন্নাই এর অ্যাপোলো ক্যান্সার সেন্টারে স্টোমাক ক্যান্সার - স্টেইজ ৪ (অ্যাডেনোকার্সিনোমা) নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। দেশ ছাড়বার সময় একটা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ফারহান সকলের কাছে দোয়া চেয়ে বলেন, "আমি শুধু আবার সুস্থ হয়ে দেশে ফিরে আসতে চাই। আমার আর কোনো চাওয়া নাই।"
প্রাথমিকভাবে আনুমানিক চিকিৎসা খরচ ৬০ লাখেরও বেশি। এই বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া ফারহানের মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

Stand with Farhan: Fighting Cancer Together ফেসবুক পেজের মাধ্যমে অনুদান সংগ্রহ করছে তার বন্ধুরা। গত চার দিনে প্রায় ৩২ লাখ টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে তারা । প্রয়োজন আরো অনেক টাকার।
২৯ বছর বয়সী স্বপ্নবাজ ফারহানকে বাঁচাতে তার পরিবার সাহায্যের আবেদন জানিয়েছেন।

সহায়তা পাঠানোর মাধ্যমঃ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads